সর্বাধুনিক রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা সম্পন্ন (ভিডিও)

সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা সম্পন্ন করেছে রাশিয়া। রুশ সংবাদমাধ্যম স্পুটনিকে সেই প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার ভিডিও প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, সম্ভাব্য পরমাণু হামলা থেকে মস্কোকে সুরক্ষা দিতেই এই ব্যবস্থা নির্মাণ করা হয়েছে। নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাম দেয়া হয়েছে পিআরএস-১এম।

সোমবার কাজাখস্তানের ‘স্যারি শাগান’ অঞ্চলে ওই পরীক্ষা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরবরাহকৃত ভিডিওতে দেখা যাচ্ছে, বরফাচ্ছাদিত একটি প্ল্যাটফর্ম থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।
ভিডিও:

 

পরমাণু হামলা প্রতিহত করার লক্ষ্যে এর আগে রাশিয়ার কাছে ৫৩টি৬ নামের যে স্বল্পপাল্লার এন্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, এখন থেকে সেগুলোর জায়গা দখল করবে নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ডের উপ-প্রধান কর্নেল আন্দ্রে প্রিখোদকো এ সম্পর্কে বলেছেন, ‘এটি একটি নতুন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা, যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ’

মার্কিন সরকার রাশিয়ার মোকাবিলায় নিজের পরমাণু অস্ত্রকে ‘আকারে ছোট ও আরও আধুনিক’ করার সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি সময়ে রাশিয়া তার পরমাণু অস্ত্র বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা চালানোর ফুটেজ প্রকাশ করল।