চীনে ৫ হাজার হলে চলবে দলীয় প্রচারণামূলক চলচ্চিত্র

 

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রচারণামুলক চলচ্চিত্র চীনের ৫ হাজার হলে প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বিশেষ ছাড়ে টিকিট বিক্রির মতো সুবিধা দিয়ে এ আয়োজন সফল করতে চায় তারা। চীনের চলচ্চিত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

চীনের একটি সিনেমা হল। পুরনো ছবি

মঙ্গলবার ইন্টারনেটে প্রকাশিত বক্তব্যে চীনের চলচ্চিত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিশেষ সময়ে নির্দিষ্ট চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ‘পিপলস থিয়েটার ফ্রন্ট’ তৈরির আগ্রহ দেখিয়েছে। এমন ভাষাভঙ্গি মাও জেদংয়ের আমলে ব্যবহৃত হতো বলে জানিয়েছে এপি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে গত বছর চলচ্চিত্রের টিকেটের বিক্রি বেড়েছে ১৩.৫ শতাংশ। এসব টিকেটের ৫৪ শতাংশই স্থানীয়ভাবে উৎপাদিত চলচ্চিত্র দেখার জন্যই কেনা হয়েছে। জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবীত ‘উল্ফ ওয়ারিয়র ২’ গত বছর দেশটির সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে।

জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ আরও বেশি চলচ্চিত্র দেখাবার পক্ষে চীনের শাসক দল কমিউনিস্ট পার্টি। যদিও চলচ্চিত্রের চিত্রনাট্য ও চিত্রধারণের ক্ষেত্রে চীনা সরকারের যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে।