পাকিস্তানে তালেবানের গুলিতে ৪ সেনা নিহত

পাকিস্তানে তালেবানের গুলিতে দেশটির আধাসামরিক বাহিনীর চার সেনাসদস্য নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলের কোয়েটা শহরে এই ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

পাকিস্তানে তালেবানের গুলিতে নিহত ৪ সেনাপ্রতিবেদনে বলা হয়, লাঙ্গোবাদের আবাসিক এলাকা টহল দিচ্ছিল দ্য ফ্রন্টিয়ার কর্পস। সে সময় মোটরবাইকে করে এসে চারজনকে গুলি করা হয়।

কোয়েটা পুলিশের সিনিয়র এসপি নাসিবুল্লাহ খান বলেন, চারজনকেই মাথায় গুলি করা হয়। ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান।   

বেলুচিস্তান প্রদেশের রাজধানী ছিল কোয়েটা। চীন-পাকিস্তানের ৫ হাজার ৮০০ কোটি ডলারের প্রকল্পের প্রাণকেন্দ্র এখানেই। তবে এটা দেশটির দরিদ্রতম এলাকাগুলোর একটি এবং প্রায় সহিংস ঘটনা ঘটে। গত মাসেই এখানে এক জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর সাত সদস্য।