মেক্সিকোতে শক্তিশালী ভূ-কম্পন অনুভূত

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। ভূমিকম্পের আঘাতে দেশটির রাজধানীসহ পুরো দেশ কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

EARTHQUAKE-875

মার্কিন ভূ-তত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেক্সিকোর ওয়াজাকা রাজ্যের পিনোতেপা দে ডন লুয়িস শহরের কাছে। মাটির ২৪ দশমিক ৬ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান। জায়গাটি রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এ ঘটনায় কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

গত বছরে সেন্ট্রাল মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হন। প্রলয়ংকরী ওই ভূমিকম্পে দেশটির রাজধানী মেক্সিকো সিটির শত শত স্থাপনা আক্রান্ত হয়েছে। মেক্সিকো সিটির পাশাপাশি ৭ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পে মেক্সিকোর মোরেলোস ও পুয়েব্লা রাজ্যে ব্যাপক ক্ষতি হয়।