ইরাকে পুলিশের বেশে আইএস-এর হামলা, নিহত ২৫ মিলিশিয়া

পুলিশি ছদ্মবেশে ইরাকে সরকার-সমর্থক এক মিলিশিয়া বাহিনীর গাড়ি বহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। নিরাপত্তা ও সামরিক সূত্রের বরাত দিয়ে ওই হামলায় ২৫ জন নিহত হওয়ার খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস ওই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে ওই ব্রিটিশ সংবাদ সংস্থা।
কিরকুকে আইএস-এর হামলা

রয়টার্সের খবরে বলা হয়েছে উত্তরাঞ্চলীয় ইরাকি শহর কিরকুকে ওই বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হয়।  হামলায় ২৫ জনের নিহত হওয়ার কথা জানিয়েছে সে দেশের শীর্ষ পুলিশ ও মিলিশিয়া কর্মকর্তা। প্রথমে তারা ১২ জন নিহত ও ১০ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছিল। তবে পরে নিরাপত্তা বাহিনী গুলিবিদ্ধ অবস্থায়  আরও ১৩ জনের মরদেহের সন্ধান পায়।  

ইসলামিক স্টেট-আইএস এই হামলার দায় শিকার করেছে। নিরপত্তা সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে,  হামলার স্বার্থে পুলিশি ছদ্মবেশ নিয়েছিল আইএস জঙ্গিরা।

২০১৪ সালে ইরাকের এক তৃতীয়াংশের দখল নেয় আইএস। গত বছর ডিসেম্বরে ইরাকি কর্তৃপক্ষ দাবি করে, আইএসকে পরাজিত করা হয়েছে। তারপরও মাঝে মাঝেই রাজধানী বাগদাদসহ বিভিন্ন স্থানে আইএস হামলা চালাতে সক্ষম হচ্ছে। চলতি মাসে তেলসমৃদ্ধ কিরকুকের নিয়ন্ত্রণ জোরালো করতে জঙ্গিবিরোধী অভিযানের ঘোষণা দেয় ইরাকি বাহিনী। এরমধ্যেই সেখানে নিরাপত্তা বাহিনী হামলার শিকার হলো।