পাকিস্তানে আদালত প্রাঙ্গণে এক আইনজীবীকে গুলি করে হত্যা

পাকিস্তানের লাহোরে একটি দায়রা জজ আদালতে দুর্বৃত্তের গুলিতে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

লাহোরের ম্যাপ
পুলিশকে উদ্ধৃত করে ডন জানায়, বিচারপতি তাসিউর রেহমানের কোর্টরুমের সামনে ওই আইনজীবীকে গুলি করা হয়। এরইমধ্যে সন্দেহভাজন হামলাকারীকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। সন্দেহভাজন হামলাকারী কাশিফ রাজপুত এবং নিহত আইনজীবীর মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সম্পত্তিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদ চলছিলো বলেও জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার আইনজীবী হত্যার খবর পেয়ে আদালত প্রাঙ্গণে ছুটে যায় পুলিশের একটি বহর। পুরো এলাকা ঘিরে ফেলে তারা। ডন নিউজকে পুলিশ জানায়, সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে।

সংবাদমাধ্যমটি জানায়, এটি এ মাসে লাহোরের দায়রা জজ আদালতে দ্বিতীয় হামলার ঘটনা। গত ১ ফেব্রুয়ারি একটি দায়রা জজ আদালতে বিচারাধীন এক খুনের আসামী এবং এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়। সাম্প্রতিক এ হামলাগুলোকে কেন্দ্র করে পাকিস্তানের দায়রা জজ আদালত প্রাঙ্গণে নিরাপত্তা সংক্রান্ত ঘাটতির বিষয়টি সামনে এসেছে।