টাওয়ার হ্যামলেটসে কনজারভেটিভের মনোনয়ন পেলেন ডা. আনোয়ারা

ড. আনোয়ারা আলীলন্ডনের বাঙালি পাড়া হিসেবে পরিচিত টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র পদে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মনোনয়ন পেয়েছেন ড. আনোয়ারা আলী। এর ফলে কনজারভেটিভ পার্টি থেকে এ বারায় (কাউন্সিলে) প্রথমবারের মতো নির্বাহী মেয়র পদে মনোনয়ন পেলেন কোনও বাঙালি বংশোদ্ভূত ও একইসঙ্গে নারী প্রার্থী। ২০১৮ সালে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবায়র (২০ ফেব্রুয়ারি) রাতে এ মনোনয়ন ঘোষণা করা হয়। দল থেকে মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত আনোয়ারা আলী বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে ড. আনোয়ারা আলী সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
ড. আনোয়ারা আলী এ বারার সাবেক নির্বাচিত কাউন্সিলর। পেশায় চিকিৎসক ড. আনোয়ারা আলী টাওয়ার হ্যামলেটসের একজন সিনিয়র জিপি। সম্প্রতি তিনি ব্রিটেনে চিকিৎসাসেবায় অসামান্য অবদান রাখার জন্য এমবিই (মেম্বার অব দ্য অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার) সন্মাননায় ভূষিত হন।
আনোয়ারা আলী সাংবাদিক ও চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সল চৌধুরীর স্ত্রী ও এক পুত্রের জননী। তার গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে।