তিন তলা থেকে পড়ে যাওয়া শিশুকে বাঁচালেন পুলিশ কর্মকর্তা (ভিডিও)

মিসরে তিন তলা থেকে পড়ে যাওয়া এক শিশুর জীবন বাঁচিয়ে চমক তৈরি করেছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা। এরইমধ্যে ওই ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।

ওই শিশু এবং পুলিশ কর্মকর্তা
গত ১৭ ফেব্রুয়ারির ঘটনা। মিসরের আসিয়ুত গভর্নরেটের একটি ভবনের নিচে দাঁড়ানো ছিলেন কয়েকজন পুলিশ। হঠাৎ এক পুলিশ কর্মকর্তা দেখতে পান, তিন তলার ব্যালকনিতে এক ছোট্ট শিশু ঝুলে আছে। ওই দৃশ্য দেখার পর পরই তাকে বাঁচানোর প্রচেষ্টা শুরু করেন ওই পুলিশ কর্মকর্তা। শুরুতে কয়েকজন মিলে নিচ থেকে একটি কম্বল মেলে ধরেন, যেন শিশুটি ওইখানে এসে পড়ে এবং আঘাত না পায়। কিন্তু তার পর পরই সিদ্ধান্ত পাল্টে ফেলেন ওই পুলিশ সদস্য। মাটিতে পড়ার আগে শিশুটিকে হাত দিয়েই ধরে ফেলার জন্য নিজেকে প্রস্তুত করেন তিনি। শেষ পর্যন্ত তার প্রচেষ্টা সফল হয়।

অক্ষত অবস্থাতেই ওই শিশুকে ধরতে সক্ষম হন মিসরীয় পুলিশ কর্মকর্তা। তবে ওই শিশুকে ধরতে গিয়ে পড়ে যান তিনি। সামান্য আহতও হয়েছেন।