কুর্দি গেরিলাদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি এরদোয়ানের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। সিরিয়ায় মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের হাত-পা ভেঙে দেয়ার হুমকি দিয়েছেন তিনি। ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি এরদোয়ানকে উদ্ধৃত করে এসব কথা জানিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান

গত মাসে সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা গোষ্ঠীদের নিয়ে ৩০ হাজার সৈন্যের একটি আধা-সামরিক বাহিনী গঠনের পরিকল্পনার কথা জানিয়েছিল ওয়াশিংটন। শনিবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাস প্রদেশে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি’র সদস্যদের এক সমাবেশে এ প্রসঙ্গে কথা বলেছেন এরদোয়ান। সরাসরি যুক্তরাষ্ট্রের নামোল্লেখ না করে তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় সন্ত্রাসী বাহিনী মোতায়েনের মাধ্যমে তারা আমাদের ভাই ও বোনদেরকে আলাদা করতে চাইছে। তারা নিজেদের স্বার্থে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করতে কার্পণ্য করছে না।’

সিরিয়ার কুর্দি গেরিলাগোষ্ঠী ওয়াইপিজি'কে নিজেদের মিত্র হিসেবে বিবেচনা করে আসছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার আসাদবিরোধী কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ সদস্যদের প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়েও সহায়তা করছে ওয়াশিংটন। এরদোয়ান বলেন, ‘ওয়াশিংটন হয়ত জানে না যে, তারা আমাদের সীমান্তে যে কাঠামো প্রতিষ্ঠা করতে চাইছে তা আমরা ভেঙে গুঁড়িয়ে দেব।’