পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৪

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্পে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির প্রত্যন্ত অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়।

download

প্রতিবেদনে বলা হয়, হাইল্যান্ডস এর রাজধানী মেন্দিতেই অন্তত ১৩ জন নিহত হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র ১৪ জন জানালেও নিহতের সংখ্যা ৩০ জনেরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। মেন্দির পার্শ্ববর্তী কুতুবু ও বোসাভ এলাকাতেই আরও ১৮ জন নিহত হওয়ার খবর শোনা যাচ্ছে।


সোমবার পোরগেরা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে আঘাত আনে ভূমিকম্পটি। ভূমিকম্পের পর অঞ্চলটিতে দুটি শক্তিশালী পরবর্তী কম্পন হয়েছে। এছাড়া বিরাট অংশ জুড়ে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সাউদার্ন এই ঘটনায় প্রায় ৩শ’ লোক আহত হয়েছে ও বহু স্থাপনা ধ্বংস হয়েছে। ভূমিধসেরও খবর পাওয়া গেছে।