ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন পাকিস্তান

চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের একের পর এক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর পাকিস্তানে উদ্বেগ দেখা দিয়েছে। একে নিজেদের জন্য হুমকি মনে করছে ইসলামাবাদ।

noname 

চলতি বছরে তিনবার সুপারসনিক ইন্টারসেপ্টর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারত। আর তাতেই দুশ্চিন্তায় পড়েছে পাকিস্তান। ইসলামাবাদের কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে সে দেশের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারতের এই কর্মকাণ্ডে দক্ষিণ এশীয় অঞ্চলের কূটনৈতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মনে করা হচ্ছে।

চলতি বছর ১ ও ১১ ফেব্রুয়ারি পরপর দুটি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে উৎক্ষেপণের পর বৃহস্পতিবার আরও একটি মিসাইল পরীক্ষা করে ভারত। ওড়িশায় পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়৷ এটি লো অল্টিটিউটে থাকা যে কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম৷

পার্শ্ববর্তী দেশ চীন ও উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর মধ্যেই দেশটি ক্ষেপণাস্ত্র অর্জনের দিকে মনোযোগ দেয়। ২০১৭ সালেও তিনবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে তারা।