কানাডীয় হাইকমিশনে জম্মু-কাশ্মিরহীন ভারতীয় মানচিত্র প্রদর্শন!

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাম্প্রতিক ভারত সফরের সময় জম্মু-কাশ্মিরকে বাদ দিয়ে তৈরি করা একটি ভারতীয় মানচিত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে। কানাডাভিত্তিক ইংরেজী দৈনিক অটোয়া সিটিজেনে লেখা এক মন্তব্য প্রতিবেদনে সাংবাদিক টেরি গ্লাভিন এ অভিযোগ করেন। তিনি জানান, ভারতের কানাডীয় হাই কমিশনে এক নৈশ ভোজ অনুষ্ঠানে মানচিত্রটি প্রদর্শন করা হয়। গ্লাভিনের সেই মতামত প্রতিবেদনকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই ও হিন্দুস্তান টাইমস খবরটি জানিয়েছে।

ট্রুডো
গত ১৮-২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত সফরে ছিলেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারত সফরের শুরু থেকেই শিখ সম্প্রদায়ের খালিস্তান আন্দোলন নিয়ে বিতর্কের শুরু হয়। ‘বিচ্ছিন্নতাবাদী’ খালিস্তান বিদ্রোহীদের প্রতি ‘সহানুভূতি’ দেখানোর অভিযোগে ট্রুডো ভারতে অসন্তোষের মুখে পড়েছিলেন। তাছাড়া খালিস্তান আন্দোলনের এক সমর্থকের সঙ্গে স্ত্রীর তোলা ছবিকে কেন্দ্র করেও অসন্তোষের মধ্যে পড়তে হয় ট্রুডোকে।  

ট্রুডোর ভারত সফর নিয়ে একটি কলাম লিখেছেন কানাডীয় সাংবাদিক টেরি গ্লাভিন। তিনি লিখেছেন, ট্রুডোর ভারত সফরের সময় আরও একটি বিতর্কিত ঘটনা ঘটতে দেখা গেছে। গ্লাভিন জানান, ট্রুডোর ভারত সফরের সময় তাকে কানাডীয় হাই কমিশনে একটি নৈশ ভোজে অংশ নিতে হয়েছিল। ওই অনুষ্ঠানে ট্রুডোর সামনে ভারতের একটি মানচিত্র সেখানকার কানাডীয় হাইকমিশনে তাকে যে ভারতীয় মানচিত্র দেখানো হয়েছিল তাতে জম্মু-কাশ্মিরের অস্তিত্ব ছিল না।

গ্লাভিন লিখেছেন, ‘ভাবুনতো, অটোয়াতে অবস্থিত ভারতীয় হাই কমিশন একটি পার্টির আয়োজন করেছে এবং কানাডার একটি মানচিত্র দেখাচ্ছে, আর তাতে কুইবেকের অস্তিত্ব নেই। সে দৃশ্য কেমন হবে আপনারা তা বুঝতে পারছেন।’

জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভায় বেশ কয়েক জন শিখ আছেন। তাদের মধ্যে একজন হারজিৎ সাজ্জান। তিনি কানাডার প্রতিরক্ষামন্ত্রী। ভারতের অভিযোগ, কানাডার রাজনীতিতে জড়িত অনেকে ভারতের খালিস্তান ‘সন্ত্রাসীদের’ প্রতি সহানুভূতিশীল।