নাগাল্যান্ডে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, মেঘালয়ে এগিয়ে কংগ্রেস

ভারতের নাগাল্যান্ড রাজ্যে বিধানসভা নির্বাচনে আঞ্চলিক দল নাগা পিপলস ফ্রন্টের (এনপিএফ) সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট। তবে বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয়ে সরকার গঠন করতে বিজেপি ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আগেই জোট গঠন করে রাখলেও সেখানে পরিস্কার জয়ের পথে রয়েছে কংগ্রেস।

নাগাল্যান্ডের বিধানসভায় বর্তমানে ক্ষমতায় রয়েছে এনপিএফ (নাগা পিপলস ফ্রন্ট)। এবারে নির্বাচনেও তারা জিততে যাচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যেই ২২ টি আসনে জয়লাভ করেছে তারা। ভোটের ফলাফল ঘোষণার শুরুতেই এনপিএফকে পেছনে ফেলে এগিয়ে ছিল বিজেপি-এনডিপিপি জোট। তবে শেষ খবর অনুযায়ী বিজেপি ৮ টি আসনে জয়লাভ করেছে।
অপরদিকে মেঘালয়ে জিততে যাচ্ছে ক্ষমতাসীন কংগ্রেস। টানা দশ বছর ধরে রাজ্যের ক্ষমতায় রয়েছে তারা। বর্তমানে ২৪ আসনে এগিয়ে আছে কেন্দ্রীয় সরকারের বিরোধী দলের ভূমিকায় থাকা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন দলটি। এনপিপি পেয়েছে ১৪ টি আসন আর বিজেপি এই রাজ্যে পেয়েছে মাত্র ৫ আসন।