তুর্কি সেনাদের নিয়ন্ত্রণে আফরিনের দ্বিতীয় বৃহত্তম শহর

সিরিয়ার আফরিনে কুর্দিবিরোধী অভিযান চালিয়ে জান্দারিস নামের একটি শহর দখলে নিয়েছে তুরস্ক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

download (1)

প্রতিবেদনে বলা হয়, আফরিনের দ্বিতীয় জনবহুল এই শহরটি নিয়ন্ত্রণে নিতে তুর্কি সেনাদের সহায়তা করেছে ফ্রি সিরিয়ান আর্মি। শহরটি আফরিনের কেন্দ্রস্থল থেকে ২০ কিলোমিটার দূরে।

ফ্রি সিরিয়ান আর্মির কমান্ডার আবু সালেহ বলেছন, ‘জান্দারিস শহরকে মুক্ত করা হয়েছে। আফরিনকে মুক্ত না করা পর্যন্ত লড়াই চলবে।’

গত ২০ জানুয়ারি থেকে কুর্দি বিদ্রোহীদের বিতাড়িত করতে আফরিনে অভিযান শুরু করে আঙ্কারা।কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিকে (ওয়াইপিজি) সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আঙ্কারা। কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টির সশস্ত্র এই শাখাটির হাতে রয়েছে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার শহর আফরিনের নিয়ন্ত্রণ। সেখান থেকে তাদের বিতাড়িত করতেই আফরিনে ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’ নামে তুরস্কের এই অভিযান।

ভিয়েনাতে এক সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, সিরিয়ায় কুর্দি সেনাদের বিরুদ্ধে অভিযানে মে’র শেষদিকেই সমাপ্তি হওয়ার