পূর্ব ঘৌটায় বিমান হামলায় নিহত ১৯

সিরিয়ার পূর্ব ঘৌটায় চলমান অস্ত্রবিরতির মধ্যেই বিমান হামলায় অন্তত ১৯ জন বেসামরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনী ওই বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে সিরিয়ার সিভিল ডিফেন্স এজেন্সি।

thumbs_b_c_d111277a65fcea0f41a0a7530579ca87

হোয়াইট হেলমেটস নামে পরিচিত সংস্থাটি জানায়, বৃহস্পতিবর সকাল থেকে পূর্ব ঘৌটার দুমা ও হারেস্তা জেলায় হামলা চালানো হয়েছে। হামলায় আহতও হয়েছেন বেশ কয়েকজন। 

বিরোধীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ঘৌটায় প্রায় ৪ লাখ মানুষের বাস। ২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি সেখানে বিমান হামলা শুরু করে রাশিয়া সমর্থিত আসাদ বাহিনী। গত ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পূর্ব ঘৌটায় বিমান হামলা বন্ধ করতে একটি সর্বসম্মত যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হলেও আইএস, আল-কায়েদা ও আল নুসরা ফ্রন্টের মতো জঙ্গিদের জন্য এই অস্ত্রবিরতি কার্যকর ছিল না। হামলা জোরালো করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৮৮১ জন বেসামরিক নিহত হয়েছেন।