জেরুজালেমের বাসিন্দাদের জন্য নতুন ইসরায়েলি আইনের প্রতিবাদ কাতারের

জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিদের আবাসন অধিকার কেড়ে নিতে ইসরায়েলের নতুন আইন প্রণয়নের নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের সংসদ এ আইন পাসের মাধ্যমে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। নিঃসন্দেহে ইসরায়েলের ওই আইন নীতি-নৈতিকতা ও মানবিকতাবিরোধী।

download 1

বুধবার (৭ মার্চ) ইসরায়েলের সংসদ নেসেটে একটি আইন পাস করা হয়েছে। আইনটি কার্যকর হলে জেরুজালেমে ফিলিস্তিনি জনগণের বসবাসের অধিকার কেড়ে নেওয়া যাবে। আইনে বলা হয়েছে, জেরুজালেম শহরে বসবাসকারী ফিলিস্তিনিরা ইসরাইলের প্রতি অনুগত না হলে তাদের আবাসন সুবিধা বাতিল করা হবে।

ফিলিস্তিনিদের অধিকার হরণে ইসরায়েলি পদক্ষেপ বন্ধে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বানও জানিয়েছে কাতার। দেশটির বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইল অব্যাহতভাবে ফিলিস্তিনিদের অধিকার হরণ করছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে।

ওই আইনে আরও বলা হয়েছে, যেসব ব্যক্তি মিথ্যা তথ্যের ভিত্তিতে নাগরিকত্ব নিয়েছে তারাও এই আইনের আওতায় আসবে। এছাড়া ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতরাও এ আইনে জেরুজালেমে বাস করতে পারবে না। এ আইনের আওতায় ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী যেসব ফিলিস্তিনিকে হুমকি হিসেবে দেখবেন তাদের জেরুজালেম থেকে উচ্ছেদ করতে পারবেন।

ইসরাইলের এই আইনকে চরম বর্ণবাদী বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও'র সিনিয়র সদস্য হানান আশরাভি। সূত্র: পার্সটুডে।