দেয়াল নির্মাণে মেক্সিকোর অনুরোধ প্রত্যাখ্যানের দাবি ট্রাম্পের

সীমান্তে দেয়াল নির্মাণে মেক্সিকোকে কোনও অর্থ দিতে হবে না বলে ঘোষণা দিতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন দেশটির প্রেসিডেন্ট এনরিকে পিনা নিয়েতো। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ওই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। শনিবার যুক্তরাষ্ট্রের পশ্চিম পেনসেলভানিয়ায় রিপাবলিকান কংগ্রেস সদস্য প্রার্থীদের এক সমাবেশে এই দাবি করেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

download (1)
গত মাসে পেনা নিয়েতোর সঙ্গে ফোনালাপে বিষয়টি উল্লেখ করে ট্রাম্প এসব কথা বলেন। এ ঘটনার জেরেই মেক্সিকোর প্রেসিডেন্ট তার প্রথম যুক্তরাষ্ট্র সফল স্থগিত করেন। সমাবেশে উপস্থিত শ্রোতারা ‘দেওয়ালটি নির্মাণ কর’ বলে স্লোগান দেওয়া শুরু করলে ট্রাম্প এ প্রসঙ্গে কথা বলেন।

ট্রাম্প পিনা নিয়েতোকে ‘সত্যি ভাল মানুষ’ বলে অভিহিত করে বলেন, তিনি সম্মানের সঙ্গেই অনুরোধটি করেছিলেন। ট্রাম্প বলেন, ‘‘তিনি বললেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আপনি ঘোষণা দিন দেওয়ালের জন্য মেক্সিকো কোনও অর্থ দেবে না’।’’ ‘‘জবাবে আমি বললাম, ‘আপনি কি পাগল? আমি এ ঘোষণা দিবো না’।’’ পিনা নিয়েতো এ কথা বলার পর ট্রাম্প তাকে বিদায় জানিয়ে বলেন, কোনওভাবেই আমি এই ‍চুক্তি করতে পারবো না।

এ ঘটনায় পিনা নিয়েতোর কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য জানা যায়নি। মেক্সিকোর এই নেতার যুক্তরাষ্ট্র সফর পুননির্ধারণ করা হয়েছে। দুইপক্ষের মধ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জেরার্ড কুশনার ইতোমধ্যে মেক্সিকো সিটি সফর করেছেন।