ইউএস-বাংলা বিমান দুর্ঘটনা তদন্তে নেপালে ৬ সদস্যের কমিশন গঠন

ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশের পতাকাবাহী বিমানের দুর্ঘটনায় পতিত হওয়ার কারণ জানতে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে নেপাল। নেপালের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হওয়া মন্ত্রীদের সভায় এ সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। কাঠমান্ডু ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়েছে, একজন সাবেক সচিব এই কমিশনের নেতৃত্ব দেবেন।

566370531-planecrash_6

তদন্ত কমিশনে থাকছেন ছয়জন। সাবেক সচিব যজ্ঞ প্রসাদ গৌতমের নেতৃত্বে এই কমিশন কাজ করবে। গতকাল প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে আজ মঙ্গলবার সকাল থেকে।

লেফটেন্যান্ট কর্নেল ডা. রাজীব দেব, ক্যাপ্টেন কে কে শর্মা, সুনীল প্রধান ও উদ্ধব প্রসাদ সুবেদীকে তদন্ত কমিশনের সদস্য করা হয়েছে। আর যুগ্ম সচিব বুদ্ধি সাগর লামিছানে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। নেপালের জনসংখ্যা ও পরিবেশবিষয়ক মন্ত্রী লালবাবু পণ্ডিত জানিয়েছেন, মন্ত্রিসভার পক্ষ থেকে কমিশনকে সর্বোচ্চ দ্রুততায় তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।