আফরিন ঘিরে ফেলেছে তুর্কি বাহিনী: দাবি তুরস্কের

তুরস্কের কুর্দি অধ্যুষিত সিরীয় শহর আফরিন ঘিরে ফেলা হয়েছে বলে দাবি করেছে তুরস্কের সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, আফরিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাও দখল করে নিয়েছে তারা। এখন পর্যন্ত স্থানীয় কুর্দি কর্মকর্তারা কোনও মন্তব্য করেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে থেকে এসব তথ্য জানা যায়।

_100394568_mediaitem100394564গত ২০ জানুয়ারি আফরিনে ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ নামে’ কুর্দি বিরোধী অভিযান শুরু করে। কয়েক সপ্তাহের লড়াইয়ের পর তুর্কি সেনা ও তাদের সহযোগী ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) যোদ্ধারা আফরিন ঘিরে ফেলেছে। তারা আফরিনের মূল শহরের বাইরে অবস্থান নিয়েছে আর সেখানে ঢোকার চেষ্টা করছে। ইতোমধ্যে তারা অনেক শহর ও গ্রাম কুর্দি বাহিনীর কাছ থেকে দখলে নিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, যুদ্ধের কারণে পালানোর পরও আফরিনে এখনও ১০ লাখের বেশি মানুষ বাস করছেন। কুর্দিদের সামরিক বাহিনী ওয়াইপিজি সিরিয়ায় আইএস দমনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সহযোগী ছিল। কিন্তু তুরস্ক তাদের সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে চিহ্নিত করে থাকে।

তবে পিকেকের সঙ্গে কোনও যোগাযোগের কথা অস্বীকার করে ওয়াইপিজি। এই সংগঠনটি আরব সেনাদের সঙ্গে মিলিত হয়ে আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে।