নার্ভ এজেন্ট হামলা: রাশিয়াকে জবাবের সময় বেঁধে দিলো যুক্তরাজ্য

সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের ওপর নার্ভ এজেন্ট হামলার ব্যাপারে জবাব দিতে রাশিয়াকে সময় বেঁধে দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবারের মধ্যে রাশিয়া এর গ্রহণযোগ্য ব্যাখ্যা না দিতে পারলে বুধবার করণীয় নির্ধারণ করবে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে বিষপ্রয়োগে রাশিয়ার তৈরি নার্ভ ব্যবহারের ব্যাপারে দেশটিকে অবশ্যই জবাবদিহি করতে হবে। 

_100304845_skripals

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টেলারসন বলেন, এটা ‘জঘন্য কাজ’ আর ‘পরিষ্কারভাবে তা রাশিয়া করেছে’। এর মারাত্মক পরিণতি হওয়া উচিত। তবে রাশিয়া এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আমবার রুডের সভাপতিত্বে সরকারের জরুরি কমিটির কোবরার একটি আলোচনা অনুষ্ঠিত হবে।

সাবেক দ্বৈত গুপ্তচর স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে সালিসবুরি সিটি সেন্টার এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তারা দুজনই হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা এখন অপরিবর্তিত। তাদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া সার্জেন্ট নিক বেইলি গুরুতর অসুস্থ হলেও পরিবারের সঙ্গে কথা বলেছেন।

সোমবার যুক্তরাজ্যের হাউস অব কমন্সে থেরেসা মে বলেন, হামলায় ব্যবহৃত বিষ রাশিয়ার সামরিক পর্যায়ে ব্যবহৃত নার্ভ এজেন্ট। এটা নোভিচক গ্রুপের একটি নার্ভ এজেন্ট। তিনি বলেন, এটা হয় আমাদের দেশের বিরুদ্ধে রাশিয়ার সরাসরি হামলা, অথবা ব্যপক বিপর্যয়কর ক্ষতিকর নার্ভ এজেন্টের ওপর রুশ সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। তারা এটা অন্য কারও কাছে যাওয়ার অনুমতি দিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে দুটি সম্ভাবনার মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে। যদি মঙ্গলবারে মধ্যে এর কোনও কার্যকর সাড়া না মেলে, তাহলে যুক্তরাজ্য মনে করবে মস্কো তার বাহিনীকে কোনও অবৈধ কাজে ব্যবহার করছে।

থেরেসা মে বলেন, যুক্তরাজ্য অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে আগের চেয়ে আরও বিস্তারিত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকবে।

রাশিয়ার কাছ থেকে কোনও গ্রহণযোগ্য ব্যাখ্যা না আসলে বুধবার হাউস অব কমন্সে এই ব্যবস্থার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।