নেপালে বিমান ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫১

বিমান বিধ্বস্ত

নেপালে ইউএস বাংলা এয়ারলাইনসের বিমান বিধ্বস্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ তে। নেপালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সবচেয়ে বড় সংবাদ সংস্থা রাষ্ট্রীয় সমাচার সমিতি (আরএসএস)।

আরএসএস এর বরাত দিয়ে আরেক স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, নিহতদের মধ্যে ২৮ জন বাংলাদেশি, ২২ জন নেপালি ও একজন চীনা নাগরিক ছিলেন।

সোমবার ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায় বিমানটি। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয় এটি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী ও দুইজন শিশু। ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনী উদ্ধার অভিযান চালায়।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল নেপাল পৌঁছেছে।