যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতার প্রতিবাদে রাস্তায় নামলো শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতার প্রতিবাদে বুধবার শ্রেণিকক্ষ ছেড়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। প্রতিবাদী শিক্ষার্থীরা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ তথা বন্দুক আইন সংস্কারের দাবি জানায়। এ সময় গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ১৭ জনকে স্মরণ করা হয়। তাদের স্মরণে ১৭ মিনিটের জন্য ক্লাস বন্ধ রাখে মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুল।

nonameউইমেন্স মার্চ সংগঠনের যুব শাখা ‘এমপাওয়ার' এই প্রতিবাদের আয়োজন করে। ২০১৭ সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময় নারী অধিকারের সমর্থনে লাখ লাখ মানুষের বিক্ষোভের আয়োজন করেছিল এই সংগঠন।

বুধবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বেলা ১০টার দিকে ছাত্রছাত্রীরা প্রথমে ফ্লোরিডায় নিহতদের স্মরণে নীরবতা পালন করে।

উইমেন্স মার্চ-এর তরফ থেকে আগ্নেয়াস্ত্র সহিংসতা বিরোধী এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে #এনাফ।

বুধবারের কর্মসূচিতে অনেকে স্কুলের করিডোরে লাইন করে দাঁড়িয়ে বা জিম কিংবা অডিটোরিয়ামে একত্রিত হয়ে কমলা অথবা মেরুন রঙের পোশাক পরে আগ্নেয়াস্ত্র সহিংসতার বিরুদ্ধে সংহতি প্রকাশ করে শিক্ষার্থীরা। প্রসঙ্গত, উইমেন্স মার্চ সংগঠন আগ্নেয়াস্ত্র সহিংসতার বিরুদ্ধে আন্দোলনের প্রতীকী রঙ হিসেবে কমলা রঙকে বেছে নিয়েছে। অন্যদিকে মার্জরি স্টোনম্যান ডগলাস স্কুলের প্রতীকী রঙ হচ্ছে মেরুন।

noname

বোস্টনে তুষারপাতের কারণে অনেক স্কুল বন্ধ থাকা সত্ত্বেও শত শত শিক্ষার্থী প্রথমে একটি গির্জার সামনে মিলিত হয়। পরে তারা অঙ্গরাজ্য ভবন অভিমুখে যাত্রা করে। আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহ্যাম শহরের হাফম্যান হাই স্কুলের শিক্ষার্থীরা গত সপ্তাহে তাদের স্কুলে একজন ১৭ বছরের এক ছাত্রীর গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার কথা স্মরণ করে।

মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের শিক্ষার্থীরা স্কুলের ফুটবল মাঠে সমবেত হয়ে পরস্পরকে আলিঙ্গন করে সান্ত্বনা জানায়।

কিছু স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ওয়াকআউট নিষিদ্ধ করে এবং শৃঙ্খলাজনিত পদক্ষেপ নেওয়ার হুমকি দেয়। পেনসিলভানিয়া ও জর্জিয়ার দু'টি স্কুল থেকে এ ধরনের ‘ডিসিপ্লিনারি অ্যাকশন'-এর হুমকি দেওয়া হয়েছে। এরপরও অনেক শিক্ষার্থী আগ্নেয়াস্ত্র সহিংসতাবিরোধী এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

ওয়াশিংটনে দুই সহস্রাধিক শিক্ষার্থী হোয়াইট হাউসের সামনে ভবনটির দিকে পিঠ করে বসে প্রতিবাদ জানায়। তারা সেখানে ১৭ মিনিটের নীরবতা পালন করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় ক্যালিফর্নিয়া সফরে ছিলেন। সূত্র: ডয়চে ভেলে।