ইরাকে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ইরাকে একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবার প্রদেশের আল-কাইম শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ফাইল ছবিইরাকে আইএসবিরোধী কম্বাইন্ড টাস্ক ফোর্সের ডিরেক্টর অব অপারেশন্স হিসেবে দায়িত্ব পালন করছেন মার্কিন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জোনাথন পি ব্রাগা। তিনি বলেন, এইচএইচ-৬০ পেভ হক হেলিকপ্টারটিতে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

নিউ ইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও জানিয়েছেন, নিহতদের মধ্যে নিউ ইয়র্কের অগ্নিনির্বাপন দফতরের দুই কর্মীও রয়েছেন।

২০০৩ সালের ১ মে ইরাক দখল করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই দেশটিতে মার্কিন সেনাসদস্যরা দায়িত্ব পালন করছে।