‘ইরানের পরমাণু চুক্তি বাতিল করবে যুক্তরাষ্ট্র’

আগামী মে মাসে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। মার্কিন রিপাবলিকান সিনেটর ও সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বব ক্রোকার এ কথা বলেছেন। ক্রোকার বলেন, তিনি আশা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে ইরানের পরমাণু চুক্তি থেকে সরে আসবে। মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বব ক্রোকার

ক্রোকার রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সামনের মে মাসে ইরান চুক্তি আরেকটি ইস্যু হয়ে উঠবে। আর ঠিক এই মুহুর্তে মনে হচ্ছে না যে এর মেয়াদ আর বাড়বে।

সাক্ষাৎকারে ১২ মে ট্রাম্প চুক্তিটি থেকে বের হয়ে আসবেন কিনা জানতে চাইলে ক্রোকার বলেন, আমি তাই বিশ্বাস করি।

রয়টার্সের খবরে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ঘটনায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি দেশটির ওপর নতুন ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে। মূলত দেশটির সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে না আসতে যুক্তরাষ্ট্রকে রাজি করানোর লক্ষ্যেই তারা এই উদ্যোগ নিয়েছে।  

ট্রাম্প গত জানুয়ারি মাসে ইরানের সঙ্গে চুক্তি সংশোধন করার জন্য সময়সীমা বেঁধে দেন। ‘চুক্তিটির ভয়ংকর ভুল’ সংশোধন করা না হলে তা থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে আসবে বলেও হুমকি দেন তিনি।