ফিলিপাইনে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৯

ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি যাত্রীবাহী বাস গিরিখাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২১ জন। পুলিশের বরাত দিয়ে বুধবার এই তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

philippines-bus-ravine-accident

সংবাদমাধ্যমটি জানায়, মঙ্গলবার রাতে মিন্দোরে দ্বীপের মধ্যদিয়ে রাজধানী ম্যানিলার দিকে যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে। রাজধানী ম্যানিলা থেকে ১৯৫ কিলোমিটার দক্ষিণে সাবলায়ান শহরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ব্রিজের রেলিং ভেঙে ৪৯ ফুট গভীর খাদে পড়ে যায়।

স্থানীয় পুলিশের মুখপাত্র ইমেলদা টলেনতিনো জানান, বেঁচে যাওয়া যাত্রীরা দুর্ঘটনার কারণ হিসেবে ড্রাইভারের নিয়ন্ত্রণ হারানোর কথা বলেছে। তবে ড্রাইভার কেন নিয়ন্ত্রণ হারালো পুলিশ তা খতিয়ে দেখছে। নিহতদের মধ্যে বাস ড্রাইভার রয়েছে বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তা আলেক্সিস গো বলেন, বাসটির কারিগরি ত্রুটি ছিল। সেটা নিয়ে কাজও করা হচ্ছিল। অন্ধকারে সেতু দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় বাসটি।