তুরস্ক সফরে পুতিন, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে জমকালো আয়োজন

দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ পৃষ্ঠপোষকতায় তুরস্কের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র ‘আকুইয়ু’-এর নির্মাণকাজ উপলক্ষ্যে তার এ সফর। সফরের শুরুতেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে আকুইয়ু-এর এক জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুতিন-এরদোয়ান।

nonameস্থানীয় সময় মঙ্গলবার বিকেলে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দরে অবতরণ করেন রুশ প্রেসিডেন্ট। বিমানবন্দরে রুশ প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানান তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী আহমেত ইলদিজ এবং তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সেই ইয়েরহোভসহ অন্যান্য কর্মকর্তারা। পরে সেখান থেকে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে পৌঁছান পুতিন। সেখানে তাকে অভ্যর্থনা জানান কর্মকর্তারা।

প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে রুশ প্রেসিডেন্টর রুদ্ধদ্বার বৈঠকের কথা রয়েছে। দুই নেতার বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সিরিয়া পরিস্থিতি তাদের আলোচনায় প্রাধান্য পেতে পারে।

উল্লেখ্য, আকুইয়ু পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের দায়িত্বে রয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোজাটম। এতে চারটি ইউনিট থাকবে। প্রতিটি ইউনিট এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। এর নির্মাণকাজের ব্যয় ধরা হয়েছে দুই হাজার কোটি ডলার। বিদ্যুৎ উৎপাদন শুরু হলে এতে সাড়ে তিন হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এতে কাজ করতে তুরস্কের ২৪৮ জন শিক্ষার্থী রাশিয়ায় পড়াশুনা করেছেন। সূত্র: আনাদোলু এজেন্সি।