ইয়েমেনে শান্তি আলোচনার মধ্যস্থতায় আগ্রহী রাশিয়া

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে শান্তি আলোচনায় মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। সোমবার রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ বলেন, তারা ইয়েমেনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে আগ্রহী।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ

মধ্যপ্রাচ্যের সংবাদমাভিত্তিক ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আবদ মানসুর হাদির সঙ্গে কথা বলেন তিনি। সৌদি আরবে আরব সম্মেলন চলার সময়ই সংক্ষিপ্ত এক বৈঠক হয় তাদের।

গত বছর সেপ্টেম্বরেও রাশিয়া ইয়েমেনে দেশটির ব্যাংক নোট পাঠিয়ে অর্থনীতিতে সাহায্য করেছিল। তারা ১৬০ কোটি ডলারের ইয়েমেনি রিয়াল তৈরি করছে।

মনসুর হাদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। গত বছরই রাশিয়ায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈঠক হয়েছে যারা ইয়েমেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

২০১৫ সালের মার্চ থেকে সৌদি জোটের সঙ্গে থেকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গত বছর সেখান থেকে সরে আসে তারা।