দুই কোরিয়ার যুদ্ধ বন্ধের ঘোষণা আসছে!

শিগগিরই আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ ইন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আগামী ২৭ এপ্রিল দুই দেশের সীমান্ত সংলগ্ন প্যানমানজোম গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই কোরিয়ার যুদ্ধ বন্ধের সম্ভাব্য ঘোষণার জন্য একে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে মনে করা হচ্ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

noname২০০৭ সালের পর দুই নেতার মধ্যে এটাই হবে এ ধরনের প্রথম বৈঠক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের সামগ্রিক বিষয়াদি চূড়ান্ত করতে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা কর্মকর্তারা উত্তর কোরিয়া সফরে যেতে পারেন।

দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, তাদের প্রত্যাশা এই বৈঠক থেকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের প্রতিশ্রুতির ব্যাপারে তাদের নিশ্চিত করবে।

দুই কোরিয়ার শীর্ষ নেতাদের বৈঠকের এ প্রক্রিয়ার সঙ্গে প্রতিবেশী দেশগুলোর আইনপ্রণেতারাও যুক্ত আছেন বলে প্রতীয়মান হচ্ছে।

এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মার-এ-লাগো অবকাশ কেন্দ্রে সাক্ষাৎ করেছেন এ অঞ্চলের আরেক প্রভাবশালী দেশ জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। উত্তর কোরিয়াকে নিয়ে জাপানের নিরাপত্তা উদ্বেগ বেশ পুরনো।