মহাভারতের যুগেও ভারতে ইন্টারনেট ছিল: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র বা অন্য কোনও পশ্চিমা দেশে নয়। লাখো বছর আগে ভারতেই প্রথম আবির্ভাব ঘটেছিল ইন্টারনেটের। মঙ্গলবার এমনটাই দাবি করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এদিন ডিজিটাল পদ্ধতিতে রেশন শপ চালানোর ব্যাপারে আগরতলার প্রজ্ঞা ভবনে দুই দিনের এক কর্মশালার উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

nonameকর্মশালায় দেওয়া বক্তব্যে বিপ্লব দেব বলেন, ‘সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় মাঠে না গিয়েও যুদ্ধের সম্পূর্ণ বিবরণ ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিলেন। এটার মানে হলো, তখনও আমাদের দেশে ইন্টারনেট প্রযুক্তি ছিল।’

ভারতে বহু দিন আগেই উপগ্রহের অস্তিত্ব ছিল বলেও দাবি করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি গর্বিত যে, আমি এমন এক দেশে জন্ম নিয়েছি যা প্রযুক্তির ক্ষেত্রে অনেক উন্নত।’ সূত্র: আনন্দবাজার।