ক্যাস্ত্রো পরিবারের শাসন শেষ হচ্ছে কিউবায়, পরবর্তী প্রেসিডেন্ট ডিয়াজ

প্রথমবারের মতো ক্যাস্ত্রো পরিবারের বাইরের কেউ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কিউবায়। বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর প্রধান সহযোগী মিগেল ডিয়াজ ক্যানেলকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছে দেশটির পার্লামেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বামে রাউল ক্যাস্ত্রো ডানে মিগেল ডিয়াজপ্রতিবেদনে বলা হয়, ৮৬ বছর বয়সী রাউল কাস্ত্রো অবসরে যাচ্ছেন। ২০০৮ সালে কিউবার অবিসংবাদিত নেতা তার ভাই ফিদেল ক্যাস্ত্রোর স্থলাভিষিক্ত হয়েছিলেন। প্রথমবারের মতো কমিউনিস্ট শাসিত কিউবায় তাই কাস্ত্রো পরিবারের বাইরে নতুন নেতৃত্ব আসছে। তবে ধারণা করা হচ্ছে, পদত্যাগ করলেও শাসন ব্যবস্থায় ভালোই প্রভাব থাকবে রাউলের।

রাউল কাস্ত্রো প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে কিউবার সম্পর্ক গড়ে তা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি দেশের ভিতরেও বেশ কিছু সংস্কার কার্যক্রম শুরু করেছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক দূরত্ব কমলেও ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর আবার সেটা বাড়তে শুরু করে।

বৃহস্পতিবার কিউবার পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ভোটের ফল বা নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করবে। ২০২১ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টির প্রধানের দায়িত্বও পালন করবেন তিনি।