ইরানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে ৫.৫ মাত্রার ভূমিকম্প

ইরানের দক্ষিণাঞ্চলে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে জায়গাটি। বৃহস্পতিবার সকালের এই ভূমিকম্প অনুভূত হয় বাহরাইন ও আশপাশের এলাকাগুলোতেও।

ইরানে ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সকাল ৬টা ৩৪ মিনিটে বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত আনে। তারা এর মাত্রা জানায় ৫.৫। তবে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। তবে বিদ্যুৎ কেন্দ্রের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাকি শহর। গভীরতা ছিল ৬.২ মাইল। রেড ক্রসের মতে, শহরটি জনবসতিপূর্ণ। সামাজিক মাধ্যমের পোস্ট থেকে জানা যায়, ভুমিকম্প শুরু হওয়ার পর উঁচু ভবন থেকে নেমে পড়ে সবাই।

ইরানে প্রায়ই এমন ভূমিকম্প হয়ে থাকে। এর আগে ২০০৩ সালে ৬.৬ মাত্রার ভূমিকম্পে বাম শহরে ২৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। গত বছর নভেম্বরে সীমান্তে ৭.৩ মাত্রার ভূমিকম্পে নিহত হয়েছিলেন ৫৩০ জন।