দামেস্কে আত্মসমর্পণের জন্য ৪৮ ঘণ্টা সময় আইএসের

সিরিয়ার দামেস্কে আত্মসমর্পণের জন্য আইএসকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে দেশটির সেনাবাহিনী। সিরীয় সরকারি সংবাদমাধ্যম আল ওয়াতানের এক প্রতিবেদনের বরাত দিয়ে এমনটা জানিয়েছে রয়টার্স।

20suros_1524120919প্রতিবেদনে বলা হয়, ‘আইএস যদি আত্মসমর্পণে অস্বীকৃতি জানায় তবে সেখানে সামরিক অভিযান চালিয়ে তাদের নির্মূল করা হবে।’

দামেস্কের দক্ষিণে প্যালিস্টিনিয়ান ইয়ামুর্ক ক্যাম্প ও আল-হাজার আল-আসওয়াদ এলাকায় নিয়ন্ত্রণ রয়েছে জঙ্গিদের। দামেস্কেরে মূল শহর থেকে সেটি ৮ কিলোমিটর দূরে। সেখানেই সবচেয়ে বেশি ফিলিস্তিনি শরণার্থীদের বসবাস ছিল। পূর্ব ঘৌটার চেয়ে এই অঞ্চল অনেক ছোট।

সিরিয়া সরকারের সহায়তায় কাজ করা এক বাহিনীর কমান্ডার বলেন, সিরিয়ান সেনাবাহিনী গুলিবর্ষণ শুরু করেছে এবং অবস্থান নিয়েছে।

এর আগেই সিরিয়া ও ইরাকে দখলে থাকা প্রায় সব ভূখণ্ড হারিয়েছে আইএস ।