ফ্রান্সে ম্যাক্রোঁর সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে হাজার হাজার রেল শ্রমিক

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সংস্কারের সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে বিক্ষোভ করেছেন হাজার হাজার রেল শ্রমিক। তদের সঙ্গে যোগ দিয়েছেন সরকারি কর্মী ও শিক্ষার্থীরাও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ad2dfef4c00249ed9fecbe32220bd750_18প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের আকার প্রত্যাশার চেয়ে কম ছিল। জনসমাগম নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অকারেন্স জানায়, প্যারিসে মিছিলে অংশ নেয় ১৫ হাজার। পুলিশের দাবি এই সংখ্যা ১১ হাজার ৫০০। আয়োজকদের দাবি, ৫০ হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন।

হেলেন ত্রিক্রে বলেন, ‘আমরা এখানে জনগণের সেবায় নিয়োজিত। দাবি আদায় না হলে পুরো গ্রীষ্ম জুড়েই আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। ’

শান্তিপূর্ণ এই আন্দোলনে মাঝে মাঝে সহিসংতার ঘটনা ঘটেছে। কালো মুখোশ ও হুডিতে কয়েকজন দোকানের কাঁচও ভেঙে ফেলে।  

d80c419b2d6c49d8be311384c66e276f_18

কিছুদিন আগেই শ্রমক্ষেত্রে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ করে ফরাসি রেলকর্মীরা। চলতি মাসের শুরুতে ফ্রান্সের রাষ্ট্রীয় রেল প্রতিষ্ঠান এসএনসিএফ-এর কর্মীরা তাদের তিন মাসব্যাপী ধর্মঘট শুরু করেন৷ জ্বালানি ও আবর্জনা পরিষ্কার বিভাগের কর্মীরাও এই ধর্মঘটে অংশগ্রহণ করবেন বলে প্রকাশ৷  

আগামী জুন মাস অবধি এসএনএফসি রেলকর্মীরা প্রতি পাঁচ দিনের মধ্যে দু'দিন করে কাজ করবেন৷ ফ্রান্সে প্রায় ৪৫ লাখ মানুষ প্রতিদিন রেল ব্যবহার করে থাকেন৷