হামাস নেতাদের গুপ্তহত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর

ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাস নেতাদের বিরুদ্ধে পুনরায় গুপ্তহত্যা চালু করার হুমকি দিয়েছেন ইসরায়েলের পরিবহন, সড়ক নিরাপত্তা ও গোয়েন্দা মন্ত্রী কাৎজ। শুক্রবার আল-কুদস আল-আরাবি এখবর জানিয়েছে। মালয়েশিয়ায় এক হামাস নেতা নিহতের ঘটনায় ইসরায়েলের গোয়েন্দাবাহিনী মোসাদের জড়িত থাকার অভিযোগের মধ্যেই ইসরায়েলি মন্ত্রী এই হুমকি দিলেন।

ইসরায়েলি পরিবহনমন্ত্রী

টুইটারে কাৎজ লিখেছেন, হামাসের জানা উচিত, ইসরায়েলি সেনা কমান্ডারদের ওপর গাজা সীমান্তে হামলা চালালে হামাস নেতাদের ধরে ধরে হত্যা করা পুনরায় চালু করা হতে পারে।

ইসরায়েলি মন্ত্রী আরও লিখেছেন, ফিলিস্তিনে ইসলামিক জিহাদ মুভমেন্টের পক্ষ থেকে ইসরায়েলি সেনা কমান্ডারদের লক্ষ্য করলে তা সীমা অতিক্রম করবে।

শনিবার কুয়ালালামপুরের একটি মসজিদে ফজরের নামাজ পড়তে বের হওয়া ফিলিস্তিনি শিক্ষাবিদ ফাদি মুহাম্মাদ আল-বাত্শকে হত্যা করা হয়। মসজিদে যাওয়ার পথেই একটি আবাসিক এলাকায় দুই বন্দুকধারী তাকে গুলি করে হত্যা করে। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। একই রকমের দাবি করেছে নিহতের পরিবার।

৩০ মার্চ শুরু হওয়া ভূমি দিবসের কর্মসূচি শুরু হওয়ার দিন থেকে ২০ এপ্রিল শুক্রবার পর্যন্ত ইসরায়েলি স্নাইপারের গুলিতে ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার সহস্রাধিক।  বিক্ষোভ দমনে ইসরায়েলি সেনারা তাজা গুলি ছোড়ে।