দুবাইয়ের বহুতল আলমাস টাওয়ারে আগুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত আলমাস টাওয়ারে রবিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন অগ্নিনির্বাপনকর্মীরা। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ক্ষয়ক্ষতি নিরূপণে ঘটনাস্থল এলাকার আকাশে উড্ডয়ন করছে ড্রোন। তবে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

nonameএকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্থানীয় সময় বেলা ২টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ভবনের ৬৮ তলার ছাদ থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

দুবাই সিভিল ডিফেন্স দফতরের মুখপাত্র গালফ নিউজ’কে বলেন, ভবনটির ছাদে আগুন লেগেছিল। ২টা ৫৫ মিনিটের ইমার্জেন্সি কল পেয়ে টাওয়ারটি খালি করে দেওয়া হয়।

অগ্নিনির্বাপন তৎপরতার অংশ হিসেবে টাওয়ার সংলগ্ন রাস্তাও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টাওয়ার ছেড়ে সংলগ্ন রাস্তা পর্যন্ত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ৬৮ তলাবিশিষ্ট আলমাস টাওয়ারের নির্মাণকাজ শেষ হয় ২০০৯ সালে। তখন এটিই ছিল বিশ্বের সর্বোচ্চ ভবন। পরে উচ্চতায় এটিকে ছাড়িয়ে যায় বুর্জ খলিফা। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, গালফ নিউজ।