যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত চার

যুক্তরাষ্ট্রের টেনিসি রাজ্যের রাজধানী ন্যাশভিলে একটি খাবারের দোকাকে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন ও আরও চারজন গুরুতর আহত হয়েছেন। হামলা শেষে বন্দুকধারী উলঙ্গ অবস্থায় সেখান থেকে পালিয়ে গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্য ইন্ডিপেনডেন্ট এ খবর জানিয়েছে।

3377890_1280x720

পুলিশ জানিয়েছে, তারা এখনও লোকটির খোঁজ করছেন এবং তিনি সশন্ত্র ও চরম বিপজ্জনক। পুলিশের ধারণা, বন্দুকধারীর নাম ট্রাভিস রেইকিং। ২৯ বছর বয়সী হামলাকারী ন্যাশভিলের ওয়াফেল হাউস রেস্টুরেন্টের একটি শাখায় রাতের খাবারের সময় হামলা চালায়।

এবিসি নিউজের খবরে বলা হয়, এ ঘটনায় আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছ। আরেকজনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল।

 ন্যাশভিল পুলিশ বলেছে, একটি রাইফেল দিয়ে হামলা চালানোর সময় বন্দুকধারী শুরু একটি সবুজ জ্যাকেট পরিহিত ছিলেন। গুলি করা শেষে তিনি তা খুলে ফেলে দিয়ে হেটে হেটে চলে যান। ওই সময় তার শরীরে কোনও পোশাক ছিল না।

কর্মকর্তারা বলছেন, হামলার সময় রেস্টুরেন্টের একজন ভোক্তা হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তি করে এআর-১৫ মডেলের রাইফেলটি কেড়ে নেন। পরে তার ব্যবহৃত গাড়িটি খুঁজে বের করে হামলাকারীর পরিচয় জানার চেষ্টা করেন। গাড়িটি রেইকিংয়ের নামে নিবন্ধন করা আছে।

পরে ন্যাশভিল পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, সন্দেহভাজন হামলাকারীর নাম রেইকিং আর সর্বশেষ একটি কালো প্যান্ট পরিহিত অবস্থায় দেখা গেছে। তার পরনে কোনও শার্ট ছিল না।