সিরিয়াকে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেবে রাশিয়া

সিরিয়ার কাছে শিগগিরই নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করবে রাশিয়া। ২৫ এপ্রিল বুধবার রুশ সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার জেনারেল সের্গেই রুদস্কয় এ ঘোষণা দেন। তিনি বলেন, রাশিয়ার বিশেষজ্ঞরা সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া অব্যাহত রাখবে। খুব শিগগিরই দেশটিকে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে, তা ব্যবহারের প্রশিক্ষণ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

nonameসিরিয়াকে কোন মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে তা অবশ্য স্পষ্ট করেননি জেনারেল রুদস্কয়।

গত ১৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিরিয়ায় আসাদ বাহিনীর ওপর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট। সিরিয়ার স্থানীয় সময় ভোর ৪টার দিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক বাহিনী আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের তরফে সফল হামলা চালানোর কথা বলা হলেও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা শতাধিক ক্রুজ মিসাইল ছুড়েছে। এর অধিকাংশই ধ্বংস করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

ওই হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মন্তব্য করেন আসাদের প্রধান পৃষ্ঠপোষক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সাত বছর ধরে সিরিয়ায় যে গৃহযুদ্ধ চলছে, তার মধ্যে আজ সকালের হামলাগুলিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের ওপরে পশ্চিমা দেশগুলির সবচেয়ে ব্যাপক ও গুরুত্বপূর্ণ হামলা বলে মনে করা হচ্ছে।

আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্রাগারে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর ওই হামলার পর থেকেই দেশটিকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে রাশিয়া। সর্বশেষ বুধবার এ ব্যাপারে উচ্চ পর্যায়ের ঘোষণা এলো। সূত্র: সিবিএস নিউজ, পার্স টুডে।