মালিতে সন্ত্রাসীদের হামলায় তুয়েরেগের ৩০ জন নিহত

আফ্রিকার মালিতে সন্দেহভাজন জঙ্গি হামলায় তুয়েরেগ সম্প্রদায়ের ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পৃথক দুটি হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মালিতে সন্ত্রাসীদের হামলায় তুয়েরেগের ৩০ জন নিহত

প্রতিবেদনে বলা হয়, প্রতিশোধপরায়ণ হয়ে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।  

২০১৫ সাল থেকে মালিতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। ২০১২ সালে তুরাগের তিমবুকতু শহর দখল করে তুয়েরেগ। পরে আল-কায়েদা সেটি দখল করে। ফরাসি সামরিক বাহিনীর অভিযানে ওই এলাকা নিয়ন্ত্রণে নেয় সরকার।

সম্প্রতি জঙ্গি ঘাঁটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তুয়েরেগরা। ১৯৬০ সালে স্বাধীনতার পর থেকে চারবার বিদ্রোহ দেখেছে মালি।