পচা ফলের দুর্গন্ধে খালি করা হলো অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়

পচা ফলের দুর্গন্ধকে গ্যাস মনে করে আতঙ্কে অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয়ের পাচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষককে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে জানা যায়, লাইব্রেরির কাপবোর্ডে ফেলে রাখা ফলের অবশিষ্টাংশ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

_101089719_9f8e4d23-d1b9-440a-86f5-bf40835e18dc

আরএমআইটি নামের বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও শিক্ষার্থীরা গ্যাসের গন্ধ মনে করে তা স্থানীয় পুলিশকে জানান। পুলিশ শিক্ষার্থীসহ সবাইকে ভবনটির বাইরে নিয়ে আসে।

দমকল বাহিনীর কর্মীরা জানান, প্রাথমিকভাবে ভবনে থাকা বিপজ্জনক রাসায়নিক পদার্থ থেকে এই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছিল। দুর্গন্ধের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়। এতে বেরিয়ে আসে যে রাসায়নিক গ্যাসের কারণে এই দুর্গন্ধ ছড়ায়নি। পচে যাওয়া ডুরিয়ান ফলই ছিল দুর্গন্ধের উৎস। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্য দিয়ে ফলটির দুর্গন্ধ বিশ্ববিদ্যালয়ের ভবনে ছড়িয়ে পড়ে।

মেলবোর্ন মেট্রোপলিটন ফায়ার ব্রিগেড জানায়, ভবনটি পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

ডুরিয়ান ফলটি বেশ দুর্গন্ধযুক্ত।