যুক্তরা‌জ্যে স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ, অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি

লন্ডনের স্থানীয় সরকার নির্বাচনে রেকডসংখ্যক বাংলাদেশি প্রার্থী অংশ নিচ্ছেনব্যাপক উৎসাহ উদ্দীপনা আর  আমেজের মধ্য দিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হয়েছে যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচন। রাত ১০ পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবারের স্থানীয় সরকার নির্বাচনে রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রার্থী অংশগ্রহণ করায় প্রচার প্রচারণা ও ভোট প্রদানের আনন্দও অন্যরকম। লন্ডনের বহুল আলোচিত টাওয়ার হ্যামলেটসসহ ৩২টি বারা কাউন্সিল, ৩৪টি মেট্রো, ৬৮টি ডিস্ট্রিক্ট ও ১৭ টি ইউনিট অথরিটির স্থানীয় সরকার নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ‌

এর মধ্যে বাং‌লা‌দেশি অধ্যুষিত ইস্ট লন্ডনের টাওয়ার হ্যাম‌লেট‌স ও নিউহাম বারায় ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিসহ চারজন মেয়র প্রার্থী অংশ নিয়েছেন। তাছাড়া শুধু টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ৪৫ টি কাউ‌ন্সিলর প‌দে ২৫৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌ছেন। এর মধ্যে বাংলা‌দেশি বং‌শোদ্ভূত প্রার্থী ১১৩ জন। তাছাড়া নিউহাম, বার্কিং, ইলফোর্ড,কেমডেন,লুইসাম,সাউথওয়ার্ক,কেমডেন,হেকনি, ক্রয়ডন, অস্কফোর্ড, বার্মিংহামসহ সবকয়টি বারায় বাংলাদেশি প্রার্থীরা অংশ গ্রহণ করেছেন।

পুর্ব লন্ড‌নের বাংলাটাউ‌ন থে‌কে এস্পায়ার পা‌র্টির কাউ‌ন্সিলার প্রার্থী কে এম আবু তাহির চৌধুরী ব‌লেন, বিদেশের মাটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রার্থীর মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ সত্যিই অভাবনীয়। এই বাঙালিরাই বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।