ভ্রমণ নিষেধাজ্ঞা মেনে নেবেন নাজিব

মালয়েশিয়ার সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাক

এর আগে নাজিব ফেসবুকে নির্বাচনে পরাজিত হওয়ার দায় নেওয়ার কথা বলেছিলেন পরিবারের সদস্যদের নিয়ে ছুটি কাটাতে যাবেন আর এক সপ্তাহ পরে ফিরে আসবেন। এছাড়া ছুটিতে গিয়ে তিনি ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের (উমনো) প্রেসিডেন্ট বা বারিসন ন্যাসিওনাল জোটের চেয়ারম্যানের পদে বহাল থাকবেন কি না তা বিবেচনা করে দেখার কথাও বলেছিলেন তিনি। ওই পোস্টের পরেই মালয়েশিয়ার অভিবাসন দফতরের অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয় নাজিব এবং তার স্ত্রী রসমাহ মানসুরের মালয়েশিয়া ত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অভিবাসন দফতরের নিষেধাজ্ঞা ঘোষণার পর নাজিব এক টুইটার পোস্টে বলেন, মালয়েশিয়া অভিবাসন দফতর আমার পরিবার ও আমাকে বিদেশে যেতে দেবে না বলে আমাকে জানানো হয়েছে। আমি এই নির্দেশানকে সম্মান করি এবং পরিবারের সঙ্গে দেশেই থাকবো।
গত বুধবার অনুষ্ঠিত মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ৯২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোটের কাছে পরাজিত হয় ৬৪ বছর বয়সী নাজিব রাজাকের জোট। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মাহাথির নাজিবের বিরুদ্ধে কয়েক বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগের তদন্ত শুরুর নির্দেশ দেন। তবে নাজিব বরাবরই ওই অভিযোগ অস্বীকার করে আসছেন।
শুক্রবার রয়টার্সকে দুটি সূত্র জানিয়েছে, ওই অর্থ ফিরিয়ে আনার জন্য মাহাথির অর্থ মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা নিয়োগ করেছেন।