ইন্দোনেশিয়ার গির্জায় সিরিজ বিস্ফোরণ, নিহত ১১

ইন্দোনেশিয়ার তিনটি গির্জা লক্ষ্য করে সিরিজ হামলা চালানো হয়েছে। রবিবার সকালে দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী সুরাবায়ার ওই গির্জাগুলোতে এ হামলা চালানো হয়। এতে অন্তত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪০ জন। পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মাঙ্গেরা এ বিস্ফোরণ ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

noname১০ মিনিটের ব্যবধানে এসব হামলা চালানো হয়। এরমধ্যে একটি ছিল আত্মঘাতী হামলা। টেলিভিশনের ফুটেজে আক্রান্ত ভবনগুলো থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।  

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে এ ঘটনায় আইএস জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ছদ্মবেশে চার্চে প্রবেশ করে হামলা চালানো হয়েছে।

পূর্ব জাভা পুলিশের মুখপাত্র বলেন, জনসমাগম হয় এমন স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।