ইরাকের নির্বাচনে এগিয়ে আবাদি

ইরাকের পার্লামেন্ট নির্বাচনের বেসরকারি ফলাফলে প্রাথমিকভাবে এগিয়ে আছে বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির নেতৃত্বাধীন 'আন-নাসর' জোট। দ্বিতীয় অবস্থানে রয়েছে শিয়াপন্থী সাদর ফ্রন্টের প্রধান মুক্তাদা আল সদরের নেতৃত্বাধীন 'আস-সায়েরুন' জোট। তৃতীয় অবস্থানে রয়েছে 'বাদ্‌র' সংস্থার মহাসচিব হাদি আল আমেরির নেতৃত্বাধীন 'ফাতাহ' জোট।

nonameবর্তমান ভাইস প্রেসিডেন্ট নুরি আল মালিকির নেতৃত্বাধীন জোট 'দৌলাতে কনুন' চতুর্থ অবস্থানে রয়েছে। তবে তাদের কারও প্রাপ্ত আসনসংখ্যা সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায়নি। আগামী সোমবার নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

শনিবারের নির্বাচনে ৪৪ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। পার্লামেন্টের ৩২৯টি আসনের জন্য সাত হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নতুন পার্লামেন্ট দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নির্ধারণ করবে।

জঙ্গিগোষ্ঠী আইএসের পতনের পর এবারই প্রথম ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। ফলে এই নির্বাচন বিশেষ গুরুত্ব পাচ্ছে। সূত্র: রয়টার্স, পার্স টুডে।