ভারতের সাবেক মন্ত্রীর বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ

ভারতের সাবেক মন্ত্রী ও জাতিসংঘ কূটনীতিক শশী থারুরের বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। ২০১৪ সালে দিল্লির একটি পাঁচ তারকা হোটেল থেকে শশী থারুরের স্ত্রী সুনন্দা পুশকার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরে পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করে। তবে ওই সময় কোনও সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

স্ত্রী সুনন্দা পুশকারের সঙ্গে ভারতীয় রাজনীতিক শশী থারুর

সোমবার দিল্লি পুলিম শশী থারুরের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছে। টুইটার বার্তায় তার বিরুদ্ধে আনা ‘ভ্রান্ত অভিযোগে’র বিরুদ্ধে জোরালো লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন এই ভারতীয় আইনপ্রণেতা।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের বর্তমান সংসদ সদস্য থারুর ২০১০ সালে দুবাইভিত্তিক ব্যবসায়ী পুশকারকে বিয়ে করেন। পুশকারের মৃত্যুর কিছুদিন আগে এই দম্পতিকে ঘিরে বেশ কিছু বিতর্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ধারাবাহিক টুইট বার্তায় পুশকার থারুরের বিরুদ্ধে এক পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ করা হয়। তবে কিছুদিন পরেই তারা সবাইকে জানান, তারা খুশি মনে বিয়ে করেছেন আর সুখে আছেন। ওই সময় তারা অননুমোদিত টুইট বার্তাগুলোকে দোষারোপও করেন।