হামাসের ১১টি স্থাপনায় হামলা ইসরায়েলের

গাজা উপত্যকায় ফিলিস্তিনে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে লক্ষ্য করে ১১টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ট্যাংক দিয়ে চালানো হয়েছে আরও দুটি হামলা। তবে কোনও হতাহতের খবর এখনও জানা যায়নি। মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

image
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনি প্রতিরোধ থামাতে মঙ্গলবার হামাসের স্থাপনায় হামলা চালায় তারা।

এর আগে সোমবার দখলদারিত্ব ও জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ চলাকালে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় ফিলিস্তিনের জাতিমুক্তি আন্দোলনের সংগঠনের হামাসের পাঁচটি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজা সীমান্তে আন্দোলনকারীরা ১০টি বোমা ছুঁড়েছে। ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালিয়েছে। সীমান্তে কোনও আঘাত না থাকলেও তাদের দাবি, অনেকে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছে।

ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। কর্মসূচির শেষ দিনটিকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে থাকে। গ্রেট রিটার্ন মার্চ খ্যাত এবারের কর্মসূচিতে সোমবারের আগ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ জন ফিলিস্তিনি। আর সোমবার একদিনেই নিহত হয়েছেন আরও ৫৯ জন।