বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে শান্তির রংধনু

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ ফকল্যান্ড। সেই দ্বীপপুঞ্জের পূর্বদিকের একটি অঞ্চল গ্রিন গোছ। ১৯৮২ সালের যুদ্ধে গ্রিন গুছ দখলে নিয়েছিল আর্জেন্টিনা। রক্তাক্ত যুদ্ধের সেই প্রান্তরের একটি বাড়ির কাছাকাছি গতকাল (১৬ মে, বুধবার) ভেসে ওঠে এক রংধনু। আর দেখেই তা ক্যামেরাবন্দি করেন রয়টার্সের আলোকচিত্রী ম্যাক্রোস ব্রিনডিচ্চি।  
noname

১৫০ বছর ব্রিটিশ অধিগ্রহণে থাকার পর আশির দশকে দ্বীপপুঞ্জের মালিকানা প্রশ্নে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ যুদ্ধে রূপ নেয়। দুই মাসের যুদ্ধে দুপক্ষের সামরিক বাহিনীর লোকজনসহ নিহত হন বেসামরিকরাও। দুই মাসের যুদ্ধ শেষে আর্জেন্টিনার সেনারা আত্মসমর্পণ করলেও এখন পর্যন্ত তারা দ্বীপপুঞ্জের মালিকানার দাবি ধরে রেখেছে।