ইউরোপ চুক্তি না রাখলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াবে ইরান

যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার পর পরমাণু চুক্তির ইউরোপীয় পক্ষগুলো তা বহাল রাখতে ব্যর্থ হলে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ২০ শতাংশ বাড়িয়ে দেবে। শনিবার দেশটির অ্যাটোমিক এনার্জি অর্গানাইজেশনের প্রধান এই হুমকি দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়ছে।

ইরানের অ্যাটোমিক এনার্জি অর্গানাইজেশনের প্রধান আলী আকবার সালেহী

ইরানকে পরমাণু অস্ত্র বানানো থেকে নিবৃত করার জন্য ২০১৫ সালে ইরান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য ও জার্মানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী, পরমাণু বোমা বানানোর পথে হাঁটা বন্ধ করার বদলে ইরান পেয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি। আর বিশ্ব মোড়লরা ইরানকে পরমাণু অস্ত্র বানানো থেকে নিবৃত করতে পেরেছে। কিন্তু ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বরাক ওবামার আমলে হওয়া ওই চুক্তিটি বাতিল করে দিয়েছেন, ইউরোপীয় মিত্রদের অনুরোধ উপরোধ উপেক্ষা করে।

অ্যাটোমিক এনার্জি অর্গানাইজেশনের প্রধান আলী আকবার সালেহী সাংবাদিকদের বলেন, যদি অন্যান্য পক্ষগুলো নিজেরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে আমরাও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবো। এখন আমরা কয়েক সপ্তাহের জন্য পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেওয়ার নীতি নিয়েছি। এখানে সব ধরনের সম্ভাবনাই রয়েছে। আমরা সমৃদ্ধকরণ ২০ শতাংশ বাড়ানো শুরু করতে পারি।  

ট্রাম্প ইরান পরমাণু চুক্তিথেকে সরে আসার ঘোষণা দিলেও চুক্তির প্রতি এখনও নিজেদের দৃঢ় সমর্থনের কথা নিশ্চিত করেছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন। চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্র আগামী আগস্ট ও নভেম্বরে ইরানের ওপর আবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার সুযোগ পাবে।