বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াবে চীন

দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি দূর করতে পদক্ষেপ নিতে রাজি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির দেশ  যুক্তরাষ্ট্র ও চীন। এ লক্ষ্যে চীন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য, বিশেষ করে কৃষি ও বৈদ্যুতিক পণ্য আমদানি করবে। শনিবার দেশটির দুটির পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এমন কথা বলা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

download

সম্প্রতি এক ওই টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ কর আরোপের পরিকল্পনার কথা জানান। শিগগিরই তা কার্যকর হবে বলেও জানান তিনি। আমদানি শুল্ক আরোপকে কেন্দ্র করে বিশ্বের দুই বৃহত্তর অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় এশিয়ার শেয়ার বাজারে পতন দেখা দেয়। তবে নিজেদের অর্থনীতিকে সুসংহত করতে সহযোগিতা বাড়ানোর কথা বলছে দেশ দুটি।

গত বৃহস্পতিবার ও শুক্রবার চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিউ হি’র সঙ্গে যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার কয়েকজন সদস্যের বৈঠকের পর ওই যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি দূর করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে। এতে আরও বলা হয়, চীনের জনগণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ও উচ্চ মানের অর্থনৈতিক উন্নয়নের জন্য চীন যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য হারে পণ্য ও সেবার আমদানি বাড়াবে। এটা যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে সহায়তা করবে।

চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। বিবৃতিতে বলা হয়, আরও বেশি আমেরিকান পণ্য আমদানির জন্য চীন পেটেন্ট আইনসহ আরও কিছু আইনের ধারার প্রাসঙ্গিক সংশোধনী আনবে।