যুক্তরাষ্ট্রকে দেশ ছাড়ার দাবি তুলে বাহরাইনে উত্তাল বিক্ষোভ

বাহরাইনে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হয়েছে। দেশটিতে মোতায়েন মার্কিন মেরিন সেনা প্রত্যাহার ও মার্কিন নৌঘাঁটি বন্ধের দাবিতে বাহরাইন জুড়ে হাজার হাজার মানুষ এই বিক্ষোভ করেছেন। প্রেস টিভি ও স্পুটনিক-এর খবর থেকে জানা গেছে, বিক্ষোভকারীরা অবিলম্বে যুক্তরাষ্ট্রকে বাহরাইন ছাড়ার আহ্বান জানায়।

bahrain_01_wide-edd6396aabeb180ba1317ae9f87fd8ce1982ccdd-s900-c85

১৯৯৫ সাল থেকে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি বাহরাইনে অবস্থান করছে। দেশটিতে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডও রয়েছে। বাহরাইনের বেশিরভাগ জনগণ শিয়া সম্প্রদায়ের। তবে দীর্ঘদিন ধরে সেখানে মার্কিন-সৌদি সমর্থক একটি রাজতান্ত্রিক সুন্নি পরিবার শাসন করে আসছে।

bahrain 1

শনিবার রাজধানী মানামসহ দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। তাদের হাতে থাকা নানা রকেমর প্ল্যাকার্ড ও ব্যানার-ফেস্টুনে লেখা ছিল ‘আমাদের দেশ ছাড়’। এছাড়া বাহরাইনের রাজতান্ত্রিক ও স্বৈরশাসক হামাদ বিন ঈসা আলে খলিফার প্রতি অব্যাহত সমর্থন দেয়ার জন্য বিক্ষোভকারীরা আমেরিকার নিন্দা জানিয়ে নানা স্লোগান দেন।

বিক্ষোভকারীরা গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর নারকীয় ইসরায়েলি হত্যাযজ্ঞেরও নিন্দা জানান।