এবার জেরুজালেমে দূতাবাস স্থানান্তর প্যারাগুয়ের

যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার পর এবার জেরুজালেমে ইসরায়েলি দূতাবাস স্থানান্তর করছে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। সোমবার দুপুরে দূতাবাস প্রাঙ্গনে এর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

জেরুজোলেমে দূতাবাস উদ্বোধন প্যারাগুয়েরঅনুষ্ঠানে অংশ নিতে আগেই ইসরায়েল পৌঁছান প্যারাগুয়ের প্রেসিডেন্ট হোরাসিও কার্তেস। উদ্বোধনীতে ইসরায়েলি প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুও অংশ নেন।   

গত বছরের ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের একক রাজধানীর স্বীকৃতি দেন। বিশ্বজুড়ে নিন্দা আর তুমুল প্রতিবাদের মধ্যেও দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তে অনড় থাকে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের ব্যাপক বিক্ষোভের মধ্যেই সোমবার জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্র। এরপর গত বুধবার জেরুজালেমে দূতাবাস উদ্বোধন করে গুয়াতেমালা।

বিশ্বের বেশিরভাগ দেশই জেরুজালেমে ইসরায়েলের কর্তৃত্ব সমর্থন করে না। তারা মনে করেন, শান্তি আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান করতে হবে। ফিলিস্তিনি নেতারা বলেন, দূতাবাস সরিয়ে যুক্তরাষ্ট্র আরও শান্তি বিনষ্ট করলো্। আরব বিশ্বে শান্তি মধ্যস্থতাকারী হিসেবে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।